জনতার মেয়র গোলাম কবির কে বার বার দরকার- পৌর বাসীর ভাষ্য
|
![]()
অলি আহমেদ ঃ বেতাগী পৌরসভা নিবার্চন ২৮ ডিসেম্বর। সকল শ্রেণী পেশার মানুষের ভাষ্য জনতার মেয়র গোলাম কবির কে বার বার দরকার। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ভোটার আব্দুস সোবাহান জানান, বেতাগী পৌরসভাকে তৃতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নতি করে অনেক উন্নয়ন করেছে। পুনরায় এবিএম গোলাম কবির কে মেয়র নিবার্চিত করতে হবে। ৮ নম্বর ওয়ার্ডের ভোটার মোসাঃ মারুফা বেগম বলেন, বেতাগির উন্নয়ন অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগের মনোনীত গোলাম কবির কে বিজয়ী করা দরকার। চা বিক্রতা ও ১ নম্বর ওয়ার্ডের ভোটার মোঃ আজমল হোসেন বলেন, বিপদে আপদে কাছে পেয়েছি তাকেই আবার মেয়র হিসেবে দরকার। |