বড়দিন উদযাপন উপলক্ষে সরকারি অনুদান বিতরণ
|
![]()
দিনাজপুর প্রতিনিধি ঃ উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি এম,পি শিবলী সাদিক সহ বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি বাবু চিত্ররঞ্জন পাহান প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে এম,পি শিবলী সাদিক বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে। দেশের সকল ধর্মের মানুষের মাঝে সৌহার্দ্য ও সম্পৃতির বন্ধন বজায় রেখে বিশ্বের সব দেশের কাছে অনন্য উদাহরণ তৈরি করেছে। দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও উন্নয়নে আওয়ামীলীগ সরকার যে উদ্যোগ ও ভূমিকা নিয়েছে, তা অন্য কোন সরকার করেনি। এম,পি শিবলী সাদিক সরকারের এ উন্নয়ন কর্মকান্ডে সকলকে সাথে থেকে সহযোগিতা করার আহবান জানান এবং সেইসাথে খ্রিষ্টীয় ধর্মাবলম্বীদের বড় দিনেরও শুভেচ্ছা জানান। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষ যেভাবে মিলেমিশে বসবাস করে, তা বিশ্বের অন্যান্য দেশের নিকট অনুকরণীয় হয়ে আছে। তিনিও উপস্থিত সকলকে বড় দিনের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপজেলার সকল চার্চের সভাপতি, সেক্রেটারি, খ্রিষ্টান কমিউনিটির নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। |