আ.লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রীজাহাঙ্গীর হোসাইন মারা গেছেন
|
![]()
নিউজ ডেস্কঃ জাহাঙ্গীর হোসাইন ১৯৫৪ সালের ১৮ জানুয়ারি পটুয়াখালী জেলার গলাচিপায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত ছিলেন জাহাঙ্গীর হোসাইন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ১৯৮১-৮৩ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এরপর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর। আ খ ম জাহাঙ্গীর হোসাইন ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০১৪ সালে পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৮ সালে শেখ হাসিনার মন্ত্রিসভার পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন আ খ ম জাহাঙ্গীর। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। |