নওগাঁর আত্রাইয়ের আলু চাষিরা এখন ব্যাস্ত সময়
|
![]()
নওগাঁ প্রতিনিধিঃ কৃষি বিভাগ সূত্রে জানা যায়, বন্যার পানি জমি থেকে নামতে দেরি হওয়ায় আলু রোপণ কিছুটা বিলম্বিত হয়েছে। তবে চলতি মৌসুমে ব্যাপক প্রস্ততি দেখা যাচ্ছে চাষিদের মাঝে। এদিকে, উঁচু শ্রেণির জমিতে আগাম জাতের আলু উত্তোলন শুরু হয়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে কৃষকরা এখন জমিতে ফসলের পরিচর্যা, সার প্রয়োগ, আগাছা পরিষ্কার করছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে জানায়, উপজেলায় এবার আলু সহ রবি শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ হাজার হেক্টরের উপর জমিতে। একই এলাকার কৃষক মো. আতিকুল ইসলাম বলেন, ‘এবার দুই বিঘা জমিতে আলু রোপণের প্রস্ততি সম্পন্ন করেছি। আশা করি, আবহাওয়া ভালো থাকলে দুই-একদিনের মধ্যে জমিতে সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এবার অতিরিক্ত খরচ হওয়ার আশঙ্কা করছি। তবে বাজারে দাম ও ফলন ভালো হলে খরচের টাকা পুশিয়ে নেওয়া যাবে।’ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাওছার জানান, এবার বৃষ্টির পানি নামতে দেরি হওয়ায় আলুর জমি প্রস্তত করতে সময় লাগেছে।আলুর গাছ এবার অনেক ভালো হয়েছে।বর্তমানে ফসল পরিচর্যায়,জমি আগাছা পরিষ্কার ও কীটনাশক ঔষধ প্রয়োগ করতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
|