বেতাগী পৌর নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী মিরাজ
|
![]() হোসাইন সিপাহীঃ বেতাগী পৌরসভা নির্বাচনে সর্বকনিষ্ঠ কাউন্সিলর প্রার্থী মারুফ সিকদার মিরাজ। মাত্র ২৫ বছর নয় মাস বয়সে জনপ্রতিনিধি নিবার্চিত হয়ে কাজ করার প্রত্যয়ব্যক্ত করেছেন। নজিরবিহীন ভাবে কাউন্সিলর প্রার্থী মারুফ সিকদার মিরাজ ১২ দফা নিবার্চনী ইশতেহার ও ঘোষণা করেছে। বলছিলাম বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ ছোবাহান সিকদারের ছেলে মোঃ মারুফ সিকদার মিরাজ এর কথা। ছাত্র জীবনের গন্ডিতে বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার এখন স্বপ্নডানা বেদেছে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডকে আধুনিক ও মডেল ওয়ার্ড গঠনে কাজ করা। মারুফ সিকদার মিরাজ জানান, আমার ছোট বেলা থেকে ইচ্ছা, এলাকার মানুষের জন্য কিছু করা। তাদের সুখে দুঃখে পাশে থাকা। সে লক্ষে আমার সাধ্যমতন কাজ করে যাচ্ছি। কাউন্সিলর পথে পাঞ্জাবি প্রতিক নিয়ে নিবার্চনে অংশ নিয়েছি। আমি নিবার্চিত হলে ১। বঙ্গবন্ধুর কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে সমগ্র ০৩নং ওয়ার্ডকে ফ্রি ওয়াই-ফাই সুবিধার আনা। ৩ নম্বর ওয়ার্ডের জনগণ ও মোঃ মারুফ সিকদার মিরাজকে জনপ্রতিনিধি নিবার্চিত করতে প্রত্যয়ব্যক্ত করেছে। |