সম্মিলিত সাংবাদিক পরিষদ বরিশাল জেলা কমিটির সহ সম্পাদক শফিকুল ইসলাম শামীম।
|
![]() বিশেষ প্রতিনিধি ঃ এদিকে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি প্রলয় চিসিম বলেন, সাংবাদিকরা সর্বদা সত্য ও ন্যায়ের পথে লিখনির মাধ্যমে এগিয়ে যাবে। পুলিশ এবং সাংবাদিক রাষ্ট্রের এলিমেন্ট। সমাজের সকল অপরাধ উদ্ঘাটন ,দমনে উভয়কেই কাজ করতে হবে। তাহলেই আমরা বাংলাদেশকে বিশ্বের কাছে উচু দরবারে নিতে সক্ষম হব।পাশাপশি বরিশালের শীর্ষ এই পুলিশ কর্মকর্তা এসএসপির এই জেলা সম্মেলন সার্থক ও সফলতার কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে ডিসি ট্রাফিক জাকির হোসেন বলেন সাংবাদিকদের সর্বদা বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে।কারো লেখনিতে যেন অন্যের ক্ষতি না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।আজকের এই সম্মেলনের এই প্রতিজ্ঞা হোক মুলধারার সাংবাদিকতা এবং আমি সংগঠনের সফলতা ও সার্থক কামনা করছি।অন্যদের মধ্যে আমন্ত্রিত অতিথিরা তাদের মুল্যবান বক্তব্য রেখে সংগঠনকে পেশাদার সাংবাদিকদের মাধ্যমে নেতৃত্বে দেওয়া কথা উল্লেখ করেন। এ ছাড়া অতিথিদের ক্রেস্ট প্রদান,ব্যাজ ধারন,ফুলের তোড়ন দিয়ে বরন করা হয়। বেলা ১ টায় সম্মেলনের ১ম অধিবেশন সমাপ্তি হয়। সংগঠনের আমন্ত্রিত সদস্যদের ভুঁড়িবোজের পর বেলা ৩ টায় ২য় অধিবেশন শুরু হয়।এই অধিবেশনের মূল ভুমিকায় কেন্দ্রিয় সভাপতি/সম্পাদক সহ আগত নেতৃবৃন্দের বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। সর্বশেষে বিকাল ৫ টায় সম্মেলনস্থলে,চা পর্বের মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা করে দূর্যোগ পূর্ণ মহামারি করোনা ভাইরাসের মধ্যে স্বপ্ন পরিসরে স্বাস্থবিধি মেনে এসএসপির বরিশাল জেলা সম্মেলন সমাপ্ত ঘোষণা করা হয়। |