আজ সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র বরিশাল জেলা সম্মেলন।
|
![]()
নিজস্ব প্রতিবেদকঃ দেশের তৃণমূল সাংবাদিকদের প্রাণের সংগঠনের আজ ১৯ ডিসেম্বর শনিবার সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপির বরিশাল জেলা সম্মেলন। সম্মেলন বাস্তবায়ন কে কেন্দ্র করে অত্র সংগঠনের নেতৃবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান- বিপিএম-বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার ও বিসিসি ১ নং প্যানেল মেয়র গাজী নাজমুল হোসেন লিটু। অনুষ্ঠান উদ্বোধন করবেন এসএসপির কেন্দ্রীয় সভাপতি এস এম সামসুল আলম নিক্সন। প্রধান আলোচক থাকবেন এসএসপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার সম্পাদক এস এম ইকবাল। এছাড়াও সম্মেলনে আরো উপস্থিত থাকবেন এসএসপির কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দবর্গ। |