দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে ৯শ’ গ্রাম গাঁজাসহ
শাওন মোল্লা (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত সারে ১১ টার দিকে উপজেলার লেবুখালী
ফেরিঘাটে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। আটক শাওন
মোল্লা গোপালগঞ্জের কোটালিপাড়ার লখিরপার এলাকার ওমর আলীর ছেলে।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিক্তিতে দুমকি থানার ওসি মেহেদী
হাসান’র নেতৃত্বে এসআই জাফরসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে
সন্দেহভাজন যুবক শাওনকে আটক করা হয়। পর তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৯শ’
গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
দুমকি থানার এসআই জাফর জানান, মোটরসাইকেলে গাঁজার চালানটি বিক্রির
উদ্দেশ্যে পটুয়াখালী যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে লেবুখালী এলাকায়
চেকপোস্ট বসানো হয়। এর পর মোটরসাইকেলসহ শাওনকে আটক করা হয়। দুমকি
থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত
মামলায় ধৃত শাওনকে কোর্টে সোপর্দ্দ করা হয়েছে।
সংবাদটি পঠিত :
১২