মোঃ সাইদুর রহমান প্রতিনিধি বাউফল, পটুয়াখালী।
পটুয়াখালীর বাউফলে ১৬ই ডিসেম্বরের মহান বিজয় দিবসে নির্মিত একটি তোরণ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি আ,স,ম ফিরোজ এর ছবি সংবলিত ব্যানার খুলে পাশের একটি পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার নিজে বাদি হয়ে বাউফল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। বাউফল থানার পুলিশ পুকুর থেকে ছবিগুলো উদ্ধার করেন এবং এ ঘটনায় মুক্তিযোদ্ধাদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।১৬ই ডিসেম্বরের
মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের পক্ষে থেকে সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার আলহাজ্ব শামসুল আলম মিয়া ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জনাব জাকির হোসেনের মাধ্যমে উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে একটি দৃষ্টি নন্দন তোরণ নির্মাণ করা হয়। ওই তোরণের দুই পাশে প্রাধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি আ,স,ম ফিরোজ এর ছবি লাগানো হয়। ১৬ ডিসেম্বর সকালে স্বাধীনতা স্তম্বে শ্রদ্ধা নিবেদনের সময় বিষয়টি নজরে আসলে আগত কয়েক মুক্তি যোদ্ধা ক্ষোভ প্রকাশ করেন।এই সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ও বাউফল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন ও পাশের পুকুর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আসম ফিরোজের ছবি সংবলিত ব্যানার উদ্ধার করেন।
এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন,, কে বা কারা এই কাজটি করেছে, তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। অপরাধীদের সনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।এদিকে,বাউফল
উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধ আবদুল মোতালেব হাওলাদার এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বাউফল উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক মুক্তিযুদ্ধ কমান্ডার আলহাজ্ব শামসুল আলম মিয়া বলেন বিজয়ের মাসে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আ,স,ম ফিরোজের ছবি তোরণ থেকে খুলে যারা পুকুরে ফেলেছেন,তারা আর কেউ নয়, তারা স্বাধীনতা বিরোধী একটি চক্র। তিনি আরো বলেন,, অভিলম্বে ঘটনার সাথে যারা জড়িত তাদের সনাক্ত করে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
সংবাদটি পঠিত :
১১