যথাযোগ্য মর্যদায় গৌরনদীতে মহান বিজয় দিবস উদযাপিত।
|
![]()
মোঃ কাওছার হোসেনঃ গৌরনদী উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২০ উদ্যাপিত হয়। শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সংগঠন। সুর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বণির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্মরন কালের সেরা বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ৯টায় শহীদ বেধিতে প্রশাসনের পক্ষে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, আওয়ামীলীগের পক্ষে সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, সৈয়দা মনিরুন-নাহার মেরী, পুলিশ প্রশাসনের পক্ষে ওসি আফজাল হোসেন, সরকারি গৌরনদী কলেজ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব’র পক্ষে খোন্দকার মনিরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হক, সাবেক সভাপতি বিএম বেলাল-সহ বিভিন্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমীর শিল্পিদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। |