নওগাঁর মহাদেবপুরে সহীহ কুরআন শিক্ষার আসরে পবিত্র কুরআন হাতে পেলেন ১৪ কিশোর ও যুবক
|
![]() মোঃ ফিরোজ হোসাইন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ যাদের কলরবে মুখরিত হয়ে ওঠে তারা নেই প্রতিষ্ঠানে, সবাই যার যার বাড়ীতে অবস্থান করছে। করোনাকালীন এই ছুটিতে নওগাঁর মহাদেবপুর উপজেলার পাতনা গ্রামের পাতনা পশ্চিম পাড়া জামে মসজিদে একদল যুবক আয়োজন করেছিলেন পবিত্র কুরআন শিক্ষা ক্লাসের। গত ২ অক্টোবর হতে পবিত্র কুরআন শিক্ষা ক্লাস শুরু হয়। ৪০ জন শিক্ষার্থী (ছাত্র এবং বয়স্ক) নিয়ে এই কুরআন শিক্ষার আসর শুরু হয়। প্রতি দিন এশার নামাজের পরে হতে রাত্রী ৯টা পর্যন্ত ক্লাস নিয়মিত চলত। তাদের পবিত্র কুরআন শিক্ষা প্রদান করতেন ক্বারী মাওলানা মোঃ তোজাম্মেল হক। |