পটুয়াখালীতে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী কমান্ডার আলতাফ হায়দার আর নেই
প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২০, ১:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ
কামরুজ্জামান বাঁধন,মির্জাগঞ্জ(পটুয়াখালী):
মহান মুক্তিযুদ্ধে পটুয়াখালী জেলাকে হানাদারমুক্ত করে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলতাফ হায়দার বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে দশটায় মির্জাগঞ্জ উপজেলার দেউলী গ্রামের নিজ বাড়ীতে তিনি মারা যান।
বুধবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার দেউলী পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলার দেউলী গ্রামের নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলতাফ হায়দার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী ২ পূত্র ও ৬ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
১৯৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনীর শিয়াালকোটে ৩১ রেজিমেন্টে কর্মরত থাকাবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি রংপুরের আর্মার কোরের ২৯ ট্যাংক রেজিমেন্টে বদলী হয়ে আসেন। রংপুরে যোগদান করেই ছুটি নিয়ে মির্জাগঞ্জের গ্রামের বাড়ীতে গিয়ে স্থানীয় দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৫ জন ব্যক্তিকে একত্রিত করে প্রশিক্ষন শুরু করে একে একে ২৫০জন লোক নিয়ে বাহিনী গড়ে তোলেন। যুদ্ধকালীন সময়ে তিনি মির্জাগঞ্জ ও বাউফল উপজেলার কমান্ডারের দায়িত্ব পালন করেন। ৭ ডিসেম্বর রাতে পাক বাহিনী লঞ্চ যোগে পালিয়ে গেলে কমান্ডার আলতাফ হায়দার তার বাহিনী নিয়ে পটুয়াখালীতে প্রবেশ করে জেলা প্রশাসকের কার্য্যালয়ের সামনে মাঠে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন।