বিজয় দিবস উপলক্ষে বরিশাল নগরী সেজেছে বর্নিল সাজে।
|
![]() বিশেষ প্রতিনিধিঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এদিন আমরা বিজয়ের কথা বলি। বীর শহীদদের শ্রদ্ধা জানাই। তাই বাঙালির ৫০তম বিজয় দিবসকে সামনে রেখে লাল-সবুজের বর্ণিল সাজে সেজেছে বরিশাল নগরী।স্কুল-কলেজ,রাস্তায় নানা রঙের আলোকসজ্জায় গাছপালার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে লাল ইটের দালানের এ নগর।সন্ধ্যার পর রংবেরংয়ের আলোকসজ্জায় ঝলমলিয়ে ওঠে এলাকাগুলো। আলো দিয়ে তৈরি করা হয় প্রিয় লাল-সবুজ পতাকা। মনকাড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ অনেকেই।মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা, সরকারী বেসরকারি অফিস-আদালত সেজেছে বর্ণিল সাজে। সন্ধ্যার পরই লাল সবুজের আলোতে ঝলমলিয়ে ওঠে পুরো নগরী। চোখ ধাঁধানো এ আলোকসজ্জার ঝলকানিতে মন কেড়েছে সবার।বিশেষ করে নগর ভবন,জজ কোর্ট,জেলা পরিষদ,জেলা প্রশাসন কার্যালয়, পুলিশনাইনস সহ গোটা নগরীকে আলোক সজ্জা দিয়ে সাজিয়ে তুলছে।এতেই আমাদের প্রতি বছর মনে করিয়ে দেয় বিজয়ের আনন্দ। আমরা যুদ্ধ করে এনেছি স্বাধীনতা। |