মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা কলাপাড়া চৌকি আদালত বিশেষ কমিটির ২৮ তম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর সোমবার বিকাল ৪ টার দিকে বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র সভাপতিত্বে চৌকি আদালত বিশেষ কমিটির কার্যালয়ে লিগ্যাল এইড কমিটি’র মাসিক এ সভা অনুষ্ঠিত হয়।
চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট ছালাম মিয়া’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আখতার, জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু, অতিরিক্ত জিপি শংকর চন্দ্র রায়, বেসরকারী সংস্থা ফ্রেন্ডশীপ’র কর্মকর্তা জুয়েল হাসান প্রমূখ। বক্তারা উপজেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রমকে আরও গতিশীল এবং বেগবান করার উদ্দেশ্যে নানাবিধ পদক্ষেপ গ্রহনের অঙ্গীকার করেন।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, কলাপাড়া চৌকি আদালত বিশেষ কমিটির ২৮ তম এ মাসিক সভায় পূর্ববর্তী সভার কার্য বিবরনী অনুমোদন, কমিটির কার্যক্রম ও প্রচার প্রচারনা অধিকতর গতিশীল করবার কৌশল বিষয়ে আলোচনা ও লিগ্যাল এইড কমিটির সহায়তায় দুইটি মামলা পরিচালনার অনুমোদন দেয়া হয়।
সংবাদটি পঠিত :
১২