সিনোফার্মের তৈরি ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিল বাহরাইন
|
![]() নিউজ ডেস্কঃ রবিবার দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ চীনা ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদন দেয়। তৃতীয় ও শেষ ট্রায়ালের ফলাফল যাচাই ও পর্যবেক্ষণ করে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ট্রায়ালের পর দেখা যায় করোনার সংক্রমণ রোধে ৮৬ শতাংশ কার্যকারিতা রয়েছে এই ভ্যাকসিনের। এছাড়া গুরুতর করোনা রোগীদের চিকিৎসায় এটির শতভাগ কার্যকারিতা রয়েছে। গত আগস্ট থেকে শুর হওয়া সিনোফার্মের ভ্যাকসিনের তৃতীয় ট্রায়ালে অংশ নেয় ৪২ হাজার ২৯৯ জন। এছাড়া নভেম্বরে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যসেবাকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে ভ্যাকসিনটি প্রয়োগের অনুমোদন দেয়া হয়।
|