সিনহা হত্যা মামলার অভিযোগপত্র জমা দেয়া হচ্ছে আজ
|
![]()
নিউজ ডেস্কঃ র্যাব-এর তদন্ত কর্মকর্তা মো. খায়রুল ইসলাম জানিয়েছেন, সিনহা হত্যা মামলার অভিযোগপত্র আদালতে কিছুক্ষণের মধ্যেই জমা দেয়া হবে। পরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। গত ৩১শে জুলাই কক্সবাজারের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ই আগস্ট সিনহার বোন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। |