বাজারে নতুন ধান উঠলেও দিনাজপুরে চালের দাম বাড়তি
|
![]() নিউজ ডেস্কঃ বাজারে নতুন ধান উঠার পর সাধারনত চালের দাম কমে যায়। কিন্তু ধানের জেলা দিনাজপুরে এবার উল্টো চিত্র। চালের দাম বেড়েই চলেছে। হঠাৎ করেই সব ধরনের চালের বস্তা প্রতি (৫০ কেজি) দেড়শ থেকে দুইশ টাকা বেড়েছে। খুচরা বাজারে কেজি প্রতি বেড়েছে ২-৩ টাকা। গত চার-পাঁচদিন আগে সব থেকে চাহিদা সম্পন্ন আঠাশ চালের ৫০ কেজির বস্তার দাম ছিল ২৪শ’ টাকা। বর্তমানে তা বেড়ে বিক্রি হচ্ছে ২৬শ; টাকায়। একইভাবে ২৬শ’ টাকার মিনিকেট ২৮শ’ টাকা, ১৯শ’ টাকা গুটি স্বর্না ২১শ’ টাকা, ২১শ’ টাকার সুমন স্বর্না ২৩শ’ টাকা, ২৩শ’ টাকার উনত্রিশ চাল ২৫শ’ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে হঠাৎ করেই চালের দাম বৃদ্ধি পেলে মিল গেটে চালের দাম বেধে দেয়। ৫০ কেজি মিনিকেট বস্তায় সরকারের বেধে দেয়া দাম ছিলো ২,৫৭৫ টাকা এবং আঠাশ চালের দাম ছিল ২,২৫০ টাকা। তারপরে আর চালের দাম কমেনি। এবার বাজারে নতুন ধান উঠার পর আরো দাম বেড়েছে। দফায় দফায় লাগামহীন দাম বৃদ্ধির জন্য চাল বিক্রেতারা চালকল মালিকদের দোষারোপ করছে। চালকল মালিকদের বেধে দেয়া দামেই তাদের চাল কিনতে হয় বলে তাদের অভিযোগ। তবে চালকল মালিকদের দাবি, বাজারে এবার ধানের ধানের দাম বেশি তাই চালের দাম বেড়েছে। মানুষের ক্রয় ক্ষমতার তুলনায় চালের দাম কমই আছে বলে দাবি মিল মালিকের।
|