মেহেন্দিগঞ্জে অাবুল হাসানাত অাব্দুল্লাহর শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
|
![]()
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি – পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবেক্ষন কমিটির অাহবায়ক (মন্ত্রী), সাবেক সফল চীফ হুইফ ও বরিশাল জেলা অাওয়ামীলীগের সভাপতি অালহাজ্ব অাবুল হাসানাত অাব্দুল্লাহ্ এমপির ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মেহেন্দিগঞ্জ উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র অালহাজ্ব কামাল উদ্দিন খান”র উদ্যোগে বৃহস্পতিবার বাদ যোহর অাব্দুল্লাহপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠানেরর অায়োজন করা হয়। এতে অন্যানের মধ্যে উপজেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন অাহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ইদ্রিস অালী বেপারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অাশ্রাফুদ্দিন খান মেনু, সদস্য অাসাদুজ্জামান অাসাদ, |