অবশেষে দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
|
![]() নিউজ ডেস্কঃ ঘন কুয়াশায় দীর্ঘ প্রায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্ত ও গোয়লন্দ মোড়ের সড়কে সিরিয়ালে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। সিরিয়ালে রয়েছে অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান। এদিকে তীব্র শীত ও উন্মুক্তস্থানে থেকে চরম ভোগান্তি পোহাচ্ছেন যানবাহনের চালক ও যাত্রীরা। এছাড়া টয়লেট ও খাবার সমস্যায় পড়েন যাত্রীরা। এর আগে রাত সাড়ে ১২টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। ফলে কিছু যানবাহন সিরিয়ালে আটকা পড়েছে। এখন দ্রুত সিরিয়ালে থাকা যানবাহনের চাপ কমে যাবে। বর্তমানে এ রুটে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে।
|