দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি \ পটুয়াখালীর দুমকিতে ১৪ ডিসেম্বর শহীদ
বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও শেখ আবদুল্লাহ্ সাদীদ’র
সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মাসুদ আল-
মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সহকারি কমিশনার (ভুমি) মো:
আল-ইমরান বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান
আমিনুল ইসলাম সালাম, প্রেসক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো: আবদুল লতিফ মিয়া,
দুমকি বিএম টেকনিক্যাল মহিলা কলেজ অধ্যক্ষ জামাল হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
সভায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবসের অনুষ্ঠান
আয়োজনে উপজেলা কমিটি ও পৃথক পৃথক একাধিক সাব-কমিটি গঠন করা হয়।
সংবাদটি পঠিত :
১১