কাল-পরশু মিলতে পারে সূর্যের দেখা
|
![]()
নিউজ ডেস্কঃ চলতি মৌসুমের আজই (বুধবার) প্রথম সূর্যহীন দিন কাটাল রাজধানীবাসী। এছাড়া সারাদিনই কুয়াশা ছিল। বেড়েছে শীতের মাত্রাও। তবে আবহাওয়া অধিদফতর বলছে, আগামী কাল বা পরশুর মধ্যে সূর্যের দেখা মিলতে পারে। সেই সঙ্গে কমে আসতে পারে কুয়াশার পরিমাণও। এ বিষয়ে বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘বাতাসে যেহেতু আর্দ্রতা আছে, তাই কুয়াশা থাকবেই। কুয়াশা দীর্ঘ সময় ধরে আছে। এই কুয়াশা কাল বা পরশুর মধ্যে কমে যাবে, তবে থাকবে।’ সূর্যের বিষয়ে তিনি বলেন, ‘ঢাকায় আজ সূর্য দেখা যায়নি। দেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে। কাল বা পরশু সূর্যেরও দেখা পাওয়া যেতে পারে।’ ঢাকায় শীত কম। হালকা যেটা আছে, সেটা এসির মতো বলে মন্তব্য করেন রুহুল কুদ্দুস। তিনি বলেন, ‘শীতকালে তাপমাত্রা এরকমই হবে। কোথাও কমবে, কোথাও বাড়বে। বড় ধরনের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।’ সারাদেশে আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে বুধবার বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের নদী অববাহিকায় এ সময়ে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ফলে দৃষ্টিসীমা ১০০০ মিটার বা কোথাও কোথাও আরও কম হতে পারে। এসব এলাকার নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, কিন্তু কোনো সংকেত দেখাতে হবে না। |