ভোলা প্রতিনিধি ॥
ভোলা জেলা প্রশাসক মোহাঃ মাসুদ আলম ছিদ্দিক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় শিশু সংগঠন ‘ন্যাশনাল চিলন্ড্রেন’স টাস্কফোর্স’ (এনসিটিএফ) এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। সোমবার (৭ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ন্যাশনাল চিলন্ড্রেন’স টাস্কফোর্স’ (এনসিটিএফ) এর সভাপতি শাফায়েত হোসেন সিয়াম এর নেতৃত্বে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন, (এনসিটিএফ) এর নবনির্বাচিত সহ-সভাপতি নুসরাত জাহান অহনা, সাধারন সম্পাদক আবুল হাসনাত রাফসান, যুগ্ম-সাধারণ সম্পাদক সূচনা, সাংগঠনিক সম্পাদক রাশিদ আবিদ ইফতি, চাইল্ড পার্লামেন্ট সদস্য (ছেলে) অর্ক হক, চাইল্ড পার্লামেন্ট সদস্য (মেয়ে) তাসনিম আজিজ রিমি, শিশু সাংবাদিক (ছেলে) দিগন্ত, শিশু সাংবাদিক (মেয়ে) অধরা, শিশু গবেষক (মেয়ে) জান্নাতুল মাওয়া, শিশু গবেষক (ছেলে) আমানউল্লাহ রাব্বি।
এসময় জেলা প্রশাসক মোহাঃ মাসুদ আলম ছিদ্দিক এনসিটিএফ’র নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ন্যাশনাল চিলন্ড্রেন’স টাস্কফোর্স’ শিশুদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করে আসছে। তোমরা যারা নির্বাচিত হয়েছে তারা সমাজের সুবিধা বঞ্চিত, নির্যাতিত, অবহেলিত শিশুদের নিয়ে কাজ করবে। কোন কাজে যদি আমাকে প্রয়োজন হয় তাহলে সংকোচিত না হয়ে জানাবে। আমি তোমাদের ভালো কাজে সবসময় পাশে থাকবো।
সংবাদটি পঠিত :
১২