২২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি গতো ২৪ ঘণ্টায়
|
![]() নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালগুলোতে ২০ ও বিভাগীয় হাসপাতালে দুইজন ভর্তি হন। এ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা ৭৫। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৬৬ ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৯ জন। শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম ও স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ভর্তিকৃত ২২ জনের মধ্যে রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে তিনজন, বিজিবি হাসপাতালে দুইজন এবং সম্মিলিত সামরিক হাসপাতালে তিনজন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১২ জন এবং খুলনা বিভাগে দুইজন ভর্তি হন। এ পর্যন্ত হাসপাতালে মোট আক্রান্ত ডেঙ্গু রোগীদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টে একজন ও অক্টোবরে দুজনের মৃত্যু হয়। |