সারাদেশে গত ২৪ ঘন্টায় কভিড–এ আক্রান্ত ৩৫ জনের মৃত্যু
|
![]() নিউজ ডেস্কঃদেশে একদিনের ব্যবধানে ফের করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত শুক্রবার দেশে ২৪ জনের মৃত্যু হয়েছিল। সেখানে আজ ৩৫ জনের মৃত্যু হয়েছে। তবে করোনা শনাক্তের সংখ্যা কমেছে। যেখানে গতকাল দেশে ২ হাজার ২৫২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। সেখানে আজ ১ হাজার ৮৮৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৮০৭ জন। এ ছাড়া দেশে নতুন করে আরো ১ হাজার ৮৮৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৮৮৯ জন। ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৫৪০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৫৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জন। |