কামরুজ্জামান বাঁধন,মির্জাগঞ্জ(পটুয়াখালী)ঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার(০৩ ডিসেম্বর) তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আরাফাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা মো. ইসমাইল হোসেন মৃধা,আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল,ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম জুয়েল সিকদার,মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা হাবিব,মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুদ্দীন ওয়ালীদ, কৃষি সম্প্রসার কর্মকর্তা মো. নজরুল ইসলাম,সহকারী কৃষি সম্প্রসারন মো. আনোয়ার হোসেন মৃধা প্রমূখ। বরিশাল,পটুয়াখালী,ভোলা,ঝালকাঠি,মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত মেলায় ১২টি স্টলে তাদের নিজস্ব প্রযুক্তি প্রদর্শন করা হয়। এর আগে কৃষকদের পূর্ণবাসন ও প্রনোদনা কার্যক্রমের আওতায় উপজেলার ৪ হাজার ১০ জন কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরন করা হয়।##
সংবাদটি পঠিত :
১৪