ভোলায় জঙ্গীবাদ মৌলবাদের বিরুদ্ধে সেচ্ছাসেবকলীগের মানববন্ধন
|
![]() স্টাফ রিপোর্টার।। জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ ভোলার জেলার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২রা ডিসেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে ভোলা জেলা সেচ্ছাসেবকলীগের আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ভোলা জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আবিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নকিব। এসময় তিনি বলেন, কিছু কূচক্রী মহল দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করছে। এসময় আরো বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক এনামুল হক আরজু,ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম, ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মুজাহিদুল ইসলাম তুহিন, জেলা ক্রীয়াসংস্থার নির্বাহী সদস্য কাজী বাবু, ছাত্রলীগ নেতা রায়হান আহমেদ, নেওয়াজ শরীফ কুতুব। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ইলিয়াছ সহ সেচ্ছাসেবকলীগের বিভিন্ন নেতৃবিন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা যে কোন মূল্যে প্রতিহত করা হবে। ভাস্কর্য স্থাপনে এই অপশক্তির কোন বাধা এদেশের ধর্মপ্রাণ মানুষ মেনে নেবে না। মানববন্ধন শেষে ছাত্রলীগের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল করেন। |