জয়পুরহাটে জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ মিছিল
|
![]() সোহেল রানা,জয়পুরহাট প্রতিনিধিঃ ৩০ নভেম্বর,২০ পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার সাহা, সহসভাপতি হাসানুল ইমাম রবিন, মোখলেছার রহমান ডেভিড, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান সরকার হিটলু, সাংগঠনিক সম্পাদক সাজিদ রাব্বি রাহাত, শাহাদাৎ হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি অশোক কুমার ঠাকুর, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, পৌর যুবলীগের সভাপতি ইজাহারুল ইসলাম ডাবলু,সাধারণ সম্পাদক ওয়ালিউজ্জামান বাপ্পী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন,যারা ধর্মের নামে অপপ্রচার চালাচ্ছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। একটি মহল ধর্মের নামে ভুল বুঝিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে। এই হুমকি শুধু ইসলাম ধর্মের নামে কোনও হুমকি না। এটি একটি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। |