নবাবগঞ্জে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
|
![]()
হাসিম উদ্দিন স্টাফ রিপোটারঃ উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপি এ মেলা অনুষ্ঠিত হয়। মেলা শেষে বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে তিনি মেলায় অংশ গ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, একাডেমিক সুপারভাইজার মোঃ শফিউল আলম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ মোঃ জিয়াউর রহমান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। |