বিশ্বে করোনায় প্রাণহানী ১৪ লাখ এর বেশি।
|
![]()
নিউজ ডেস্কঃ ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, এদিন সকাল পর্যন্ত বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছে ৩ কোটি ৯৭ লাখ ৫৭ হাজার ১৩০ ব্যক্তি। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১ কোটি ৩২ লাখ ৩৮ হাজার ৪৩৩ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ৬৬ হাজার ৯ জন মৃত্যুবরণ করেছে। পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনাভাইরাস আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয় স্থানে। দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ৯৩ লাখ ৫১ হাজারেরও বেশি মানুষ এবং মারা গিয়েছে ১ লাখ ৩৬ হাজার ২০০ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৬২ লাখ ৯০ হাজার ২৭২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৬১ জনের। |