সব প্রস্তুতি সম্পন্ন টিকা পেতে: ওবায়দুল কাদের
|
![]() নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিন আসা মাত্রই বাংলাদেশের জনগণের কাছে তা সহজলভ্য করতে সরকার সব প্রস্তুতি সম্পন্ন করেছে, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি। সহজে ও দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন জনগণের নাগালে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারিভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান সড়ক পরিবহনমন্ত্রী। এসময় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পারিচালনারও নির্দেশ দেন তিনি। করোনার বৈশ্বিক এই মহামারি সত্বেও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৈদেশিক মুদ্রা রিজার্ভ ৪১ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী। একটি অশুভ মহল বৈশ্বিক মহামারির এই মানবিক সংকটকে পুঁজি না করলে পরিস্থিতি মোকাবেলা আরও সহজতর হতো এবং জনগণের জানমালের ক্ষয় ক্ষতি অনেকটা কম হতো বলেন জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, জনগণকে এই অশুভ শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবেন এবং এদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। সম্প্রতি রাজধানীর ৩ বস্তিতে অগ্নিকাণ্ডকে বিএনপি মহাসচিবের রহস্যজনক দাবি করা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ঘটনাটি অবশ্যই রহস্যজনক এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরেই আসল অপরাধীরা বেরিয়ে আসবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, বিএনপি নিজেরা আগুন সন্ত্রাস করে সরকারের ওপর দোষ চাপায়। কাজেই অগ্নিসংযোগ ঘটনাও তারা যত দোষ নন্দ ঘোষের ওপর চাপানোর পুরোনো অভ্যাসের পুনরাবৃত্তি ঘটিয়েছে।
|