পরিবেশ বিরোধী কার্যক্রমের অভিযোগ সিলেট সিটি কর্পোরেশনের বিরুদ্ধে
|
![]() নিউজ ডেস্কঃ একসময় জলাশয়ের শহর হিসেবে পরিচিত সিলেটে পুকুর ও দীঘির সংখ্যা এখন হাতেগোনা কয়েকটি। অপরিকল্পিত নগরায়ন, জলাশয় দখল ও ভড়াটের পাশাপাশি বৃক্ষ নিধনের ফলে সিলেট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা নগরবাসীর। পরিবেশকর্মীরা বলছেন, নগর কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতায় ঘটছে এমন পরিবেশবিরোধী কর্মকাণ্ড। সম্প্রতি নগরীর রায়নগরের সোনারপাড়া জামে মসজিদের এই পুকুরটি ভরাট করেছে নগর কর্তৃপক্ষ। কারণ হিসেবে বলা হচ্ছে, চারপাশের বহুতল ভবন রক্ষায় বিশেষজ্ঞের পরামর্শে ভরাট করা হয়েছে জলাধারটি। পরিবেশকর্মীদের তথ্য অনুযায়ী, গত কয়েক দশকে নগরী থেকে হারিয়ে গেছে ছোটবড় প্রায় অর্ধশত পুকুর-দীঘি। উন্নয়নের নামে কেটে ফেলা হয়েছে অসংখ্য গাছ। এসব বিষয়ে নগর কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ এনে বিভিন্ন কর্মসূচি পালন করছে পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ। সংগঠনটির সমন্বয়ক আশরাফুল কবির বলেন, ‘উন্নয়নের নামে প্রকৃতির উপরেই হামলা হচ্ছে। আমাদের দাবি হলো উন্নয়ন হোক, তবে সেটা সুপরিকল্পিতভাবে করতে হবে। অবশ্যই অবশ্যিই সেটা পরিবেশকে প্রাধান্য দিয়ে। পরিবেশকর্মীদের এমন আন্দোলনে সংহতি জানিয়ে, পরিবেশবিরোধী কর্মকাণ্ডে রুখে দেয়ার কথা জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত যে তরুণ সমাজ প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য দাবি করছে। সেটা কতটুকু ঠিক বা কতটুকু ভুল সেটা আমি বিবেচনায় নেয়নি, নিয়েছি তাদের মূল্যায়নটা। পাহাড় কাটা, টিলা কাটা এসবে বিরুদ্ধেও কথা বলতে হবে।’ সিটিকে সবুজ নগরী হিসেবে গড়ে তোলারও অঙ্গীকার করেন সিটি মেয়র।
|