বেসরকারী উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাইর উদ্দোগে সিবিও নেতাদের নিয়ে আন্তঃজেলা শিক্ষা সফর
|
![]() বিশেষ প্রতিনিধিঃ বেসরকারী উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই এর উদ্যোগে গত ১৭ -১৯ নভেম্বর, ২০২০ তারিখ অনুষ্ঠিত হলো ইন্দুরকানী উপজেলার ২৫ জন সিবিও নেতার পিরোজপুর-বরগুনা আন্তঃজেলা শিক্ষা সফর। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং অক্সফাম বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশ গ্রহণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত শিক্ষা সফরে সিবিও নেতাগণ বরগুনাস্থ বেসরকারী সংস্থা জাগোনারী এর সাথে সিবিও সংগঠনের ভিত্তি, কর্মকান্ড, সম্ভাবনা ও সৃজনশীলতা বিষয়ে পারস্পারিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করে। এই সফরের মাধ্যমে উভয় সংস্থার ভাল ভাল কর্মকান্ড বিষয়ে সদস্যগণ জানতে পারেন। যেমন- কাপড় সেলাই, প্যাকেট তৈরি, পুথি, বাটিক এর কাজ, বসতবাড়িতে সবজি, ফলচাষ ভিত্তিক উৎপাদনমূখী নারী উদ্যোক্তা সৃষ্টি, শিশু কর্ণার, পরামর্শ বাক্স, সিবিও নিবন্ধন, স্বল্প লাভে ঋণ সহায়তা, জৈব সার/কেঁচোসার উৎপাদন, হাঁস, ছাগল পালন, বার্ষিক পরিকল্পনা গ্রহণ ইত্যাদি। |