বিরামপুরে মাস্ক না পড়ায় ২৭জনের জরিমানা
|
![]() (দিনাজপুর) প্রতিনিধিঃ “নো মাস্ক, নো সার্ভিস” সরকারের এই নির্দেশনায় ২১ নভেম্বর (সোমবার) উপজেলা নির্বাহী আফিসার ও ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় মাস্ক না পরা, মাস্ক ঝুলিয়ে রাখা, পকেটের রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ আইনে এমন ২৭জনের কাছ থেকে মোট ৫হাজর ৩’শ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বিশিষ্ট সমাজ সেবক আঃ মালেক মন্ডল উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের অভিযানকে অভিনন্দন জানান এবং তার সাথে মতামত বিনিময় করেন। উপজেলা নির্বাহী আফিসার ও ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এ সময় স্বাস্থ্যবিধি মানার জন্যে সতর্ক করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। |