আরও ১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক রোহিঙ্গা সহায়তায়
|
![]() নিউজ ডেস্কঃ বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়ে থাকা মিয়ানমারের রোহিঙ্গাদের জীবনমানের উন্নয়ন এবং দুর্যোগ-প্রতিরোধী অবকাঠামো নির্মাণে আরও ১০ কোটি ডলার অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্পের আওতায় এ অনুদান দিতে বৃহস্পতিবার সরকারের সঙ্গে একটি চুক্তি সই করেছে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানটি। খবর বিডিনিউজের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক জানিয়েছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগণের জন্য জ্বালানি, পানি ও পয়ঃনিষ্কাশন এবং দুর্যোগ-প্রতিরোধী অবকাঠামো নির্মাণে খরচ হবে এ অর্থ। বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেমবনকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সঙ্কটের শুরু থেকে রোহিঙ্গা ও স্থানীয় জনগণের প্রয়োজন মেটাতে বাংলাদেশকে সহায়তা করে আসছে বিশ্বব্যাংক। ‘আমরা স্বীকার করি, রোহিঙ্গাদের ঢলের পর কক্সবাজারের অবকাঠামো এবং মৌলিক চাহিদার ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করেছে। নতুন অর্থায়ন এ চাপ কমাতে এবং স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গাদের প্রয়োজন মেটাতে ভূমিকা রাখবে।’ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব সাহাবুদ্দীন পাটওয়ারী এবং বিশ্বব্যাংকের পক্ষে মার্সি টেমবন চুক্তিতে সই করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ অনুদান মিলিয়ে ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্পের আওতায় এ পর্যন্ত মোট ২৬ কোটি ৫০ লাখ ডলার দিয়েছে বিশ্বব্যাংক। |