কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় হেলথ ক্যাম্প উদ্বোধন।
|
![]()
নিউজ ডেস্কঃ শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা এই স্লোগান নিয়ে আজ ১৭ নভেম্বর সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে, মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের সহযোগিতায় উপ পরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর প্রাঙ্গণে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় হেলথ ক্যাম্প ২০২০ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল দিলারা খানম। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার সিভিল সার্জনের কার্যালয় বরিশাল ডাঃ মইনুল ইসলাম, মা ও শিশু কল্যাণ কেন্দ্র বরিশাল ডাঃ রাজিয়া খানম, ইসমত আরা রেজিস্ট্রার সমাজসেবা কার্যালয় বরিশালসহ বিভিন্ন অতিথিরা এবং ল্যাকটেটিং মাদাররা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় হেলথ ক্যাম্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন পরে প্রধান অতিথি জেলা প্রশাসক কর্মজীবী ল্যাকটেটিং মাদারদের মাঝে সুরক্ষা সামগ্রী ও শিশু খাদ্য বিতরণ করেন। |