কোম্পানীগঞ্জে মাস্ক না পরায় ৭জনের অর্থদণ্ড
|
![]() নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাস্ক না পরায় ৭ জনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা ভূমি কর্মকর্তা সুপ্রভাত চাকমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা যায়, করোনাভাইরাস মোকাবিলায় মাস্ক পরিধান নিশ্চিত করণের লক্ষ্যে উপজেলার বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাস্ক না পরিধান করায় ৭ জনকে ১ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড করা হয়। জন সচেতনতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা ভূমি কর্মকর্তা সুপ্রভাত চাকমা। |