এএসপি আনিসুল করিমের রুহের মাগফিরাত কামনায় বিএমপি বরিশাল’র উদ্যোগে দোয়া মোনাজাত।
|
![]()
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল পুলিশ লাইন্স জামে মসজিদে ১১ নভেম্বর বুধবার বাদ আসর মরহুম এ এসপি আনিসুল করিমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ অনুষ্ঠান সভাপতিত্ব করেন, মাননীয় পুলিশ কমিশনার বিএমপি শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়। উল্লেখ্য গত ০৯ তারিখ সোমবার আদাবর থানাধীন মাইন্ড এইড হাসপাতালে এএসপি আনিসুল করিম চিকিৎসা নিতে গেলে হাসপাতাল কয়েকজন কর্তৃপক্ষ নির্মমভাবে খুন হন। তিনি ৩১ তম বিসিএস পুলিশ কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার বিএমপি পদে কর্মরত ছিলেন। মোহাম্মদ আনিসুল করিমের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে বিএমপি পুলিশ শোক প্রকাশ করেন। |