নবাবগঞ্জে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
|
![]() মোঃ হাসিম উদ্দিন স্টাফ রিপোর্টার বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। দাউদপুর ফুটবল একাডেমীর আয়োজনে রবিবার বিকালে দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহেল আজিম সোহাগ। এ সময় ইউ,পি চেয়ারম্যান আবু সাহাদত মোহাম্মাদ সায়েম আলী(সবুজ), মোঃ মনোয়ার হোসেন, মোঃ এনামুল হক, মোঃ সরোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে ট্রাইবেকারে গোবিন্দগঞ্জ খেলোয়ার সমিতি পীরগঞ্জ জয়স্পোটিং ক্লাবকে ৬-৫ গোলে পরাজিত করে। |