মোঃকাওছার হোসেনঃ
গৌরনদী প্রতিনিধিঃ
ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারীদের বিরুদ্ধে হাজার হাজার লোকের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশালের গৌরনদী উপজেলার টরকী এলাকায়।
শনিবার বিকেল তিনটা থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে এলাকার নবীর প্রেমীরা সুন্দরদী গাউছিয়া আবেদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হয়। বিকেল তিনটায় ঢাকা-বরিশাল মহাসড়কের সুন্দরদি বাসষ্ট্যান্ড থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে টরকী হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়। স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি ফ্রন্ট বাংলাদেশ বরিশাল উঃজেলার সভাপতি এস এম আঃরব সিকদার, কমিশনার মোঃখোকন সিকদার, আল মাদানি সিকদার, কাজী আবুল খায়ের,মাঃরহমাউল্ল,মাঃআল আমিন,মাঃআবু ছাইদ,মাঃ সিরাজুল ইসলাম,মাঃআঃ জব্বার মাঃআবু ছালেহ কবিরাজ মাঃ আঃ মালেক, ইসলামী ছাত্রসেনার বরিশাল উঃজেলার সভাপতি এস এম কাওছার হোসেন, ইসলামী ছাত্র নেতা, মাহামুদ সিকদার, সাদ্দাম সরদার, সজিব,রাসেত, প্রমুখ। এসময় বক্তারা বলেন, অবিলম্বে সরকারের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্টদুতকে তলব করে এর কঠোর প্রতিবাদ ও নিন্দা জানানোর আহবান জানান। পাশাপাশি ফ্রান্সের সকল পণ্য বর্জণ করার দাবী জানান।
সংবাদটি পঠিত : ১৩৭
২৬