আবু মুসা স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বড়াইগ্রামে ট্রাফিক পক্ষ ৫ নভেম্বর
হতে ১৯ নভেম্বর-২০২০ শুভ উদ্বোধন হয়েছে। আজ সকালে বড়াইগ্রাম থানা পুলিশের আয়োজনে নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা ওই ট্রাফিক পক্ষের উদ্বোধন করেন। এসময় বনপাড়া পৌর সামনে বড়াইগ্রাম থানা আয়োজনে ট্রাফিক পক্ষ উপলক্ষে আলোচনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ কুদ্দুস, অধ্যক্ষ আঃ রাজ্জাক মোল্লা, শ্রমিক সভাপতি মোস্তফা ব্যাপারী অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম,বনপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুল ইসলাম, বনপাড়া পৌর সকল কাউন্সিলরসহ প্রমুখ।
এসময় অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, হেলমেট ব্যতিত মোটরসাইকেল চালানো যাবে না। গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন। ড্রাইভিং লাইসেন্স ব্যতিত গাড়ি না চালানো সহ বিভিন্ন দিক নিদের্শনা বক্তব্য তুলে ধরেন।
সংবাদটি পঠিত : ১৩৭
৩৩