নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবসে ঋনের চেক,প্রশিক্ষণ ও গাছের চারা বিতরণ
|
![]() নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবসে ঋনের চেক,প্রশিক্ষণ ও গাছের চারা বিতরণ নওগাঁর আত্রাইয়ে “মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান”এই প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে যুব ঋনের চেক, প্রশিক্ষণ ও প্রশিক্ষণ এর উদ্বোধন এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান। যুব উন্নয়ন অফিসার ফজলুল হক এর সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেনদ্রনাথ দত্ত দুলাল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সমাজসেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন অফিসার ইলিয়াস হোসেন আব্দুস সালাম, জহুরুল ইসলাম,আত্রাই প্রেসক্লাব সভাপতি মোঃ রুহুল আমীন, সাংবাদিক তপন কুমার সরকারসহ প্রশিক্ষক প্রাপ্ত যুবক যুবতীরা। পরে প্রশিক্ষণ শেষে ২১জন যুবক কে কর্মসংস্থানের লক্ষ্যে ১১লক্ষ সাত হাজার টাকার চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
|