বরিশালে ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারীদের ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত।
|
![]()
বরিশাল ব্যুরোঃ ১ নভেম্বর রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে ভূমি প্রশিক্ষণ কেন্দ্র, ভূমি মন্ত্রণালয় ঢাকা এর আয়োজনে, বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশাল এর বাস্তবায়নে সার্কিট হাউজ বরিশালে। ৫ দিনব্যাপী বরিশালে বিভাগীয় পর্যায়ে ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীদের ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২০ (২য় পর্যায়) এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল অমিতাভ সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল মোঃ আব্দুর রাজ্জাক, জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারী। শুরুতে অতিথিরা ৫ দিনব্যাপি ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। |