মোঃ সাইদুর রহমান বাউফল প্রতিনিধি।
অদ্য কাছিপাড়া চৌমুহনী বাজারে রবিবার সকাল ১০টার দিকে ছাত্র,যুবক ও তৌহিদি জনতার আহবানে, ফ্রান্সের রাস্ট্রিয় পৃষ্ঠপোষকতায় আখিরি নবী হযরত মুহাম্মদ(সাঃ)কে ব্যঙ্গবিদ্রুপ করায় এক প্রতিবাদ মিছিল,মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,গন্যমান্য ব্যক্তিবর্গ ও উলামায়ে কেরামগন বলিষ্ট বক্তব্য প্রদান করেন।বক্তারা আরো বলেন,মুসলমানদের রক্তের বিনিময়ে প্রয়োজনে নবীর অপমানের প্রতিশোধ নিতে সর্বএ প্রস্তুত থাকবো।এমনকি ফ্রান্সের সব ধরনের পন্য সামগ্রী বর্জনে ঘোষণা দেন মুসলিম জনতা।ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে বিশ্বের আদালতে সর্বচ্ছ বিচার দাবি করা হয়।মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য মোঃ গোলাম সরোয়ার কালাম খান ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাছিপাড়া আঃ রশিদ মিয়া ডিগ্রি কলেজ, মাওলানা মোঃ ফারুক আহমেদ সুপার পশ্চিম কাছিপাড়া দারু সুন্নত দাখিল মাদ্রাসা, মোঃ শহিদুল ইসলাম পেশ ইমাম কাছিপাড়া জামে মসজিদ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও মসজিদের ইমাম,মোয়াজ্জেমগন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ,ছাত্র,যুবক ও ব্যাবসায়ীরা উপস্থিত হয়ে মানববন্ধন কর্মসূচি প্রতিবাদের সাথে পালন করেন।কাছিপাড়া চৌমুহনী বাজারে দৌহিদী জনতারা মানববন্ধন কর্মসূচি করে পরবর্তীতে বিশাল প্রতিবাদী মিছিল নিয়ে কাছিপাড়া আঃ রশিদ মিয়া ডিগ্রি কলেজ মাঠে অবস্থান নেন এবং বিভিন্ন প্রতিবাদী বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ সভা শেষ করেন।
সংবাদটি পঠিত : ১৩৭
২৮১