আত্রাইয়ে স্বামী ও ভাসুরের নির্যাতনে গৃহবধূর আত্যহত্যা
|
![]() ফিরোজ হোসাইন নওগাঁর আত্রাইয়ে স্বামী ভাসুর এবং জায়ের নির্যাতনে গৃহবধূ বিথি রাণী (২২) আত্নহত্যা করেছেন। এ ঘটনায় মৃতের বাবা যতন রায় বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠিয়েছেন। মৃতের জা ইতি রাণীকে আটক করেছে এদিকে আত্রাই থানা পুলিশ। আত্রাই থানা ওসি মোসলেম উদ্দিন বলেন, খবর পেয়ে শুক্রবার রাতে ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশি এবং গ্রামের লোকজনের মুখে শুনে বাড়িতে থাকা জা ইতি রাণীকে গ্রেফতার করি। মৃতের লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠিয়েছি। মামলা অনুযায়ী আসামি ধরার চেষ্টা চলছে৷ |