বরিশালে এসিল্যান্ডের হস্তক্ষেপে সরকারি খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
|
![]() নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর খালের উপর দীর্ঘদিন যাবত অবৈধভাবে ৮ টি দোকানঘর স্থাপন করে ভোগ দখল করে আসছিল স্থানীয় একটি প্রভাবশালী চক্র।তাদেরকে সরকারি খালের উপর থেকে এই স্থাপনা অন্যত্র সরিয়ে নিতে বার বার বলা হলেও তারা স্বেচ্ছায় সরিয়ে নিতে রাজি হননি।এমতাবস্থায় সরকারি খাল পুনরুদ্ধার করতে আজ বৃহস্পতিবার(২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে। বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট মোঃ অজিয়র রহমানের নির্দেশনায় কড়াপুর-রায়পাশা খালের উপর থেকে অবৈধ ০৮ টি দোকানঘর গুড়িয়ে দেয়া হয়। এই অভিযান পরিচালনা করেন বরিশাল সদর উপজেলার সহকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) মোঃ মেহেদী হাসান। পরবর্তীতে তিনি উপস্থিত সকল মানুষ কে এইসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেন।এ ব্যাপারে সদর উপজেলার এসি ল্যান্ড মোঃ মেহেদী হাসান কে জিজ্ঞেস করলে তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, আমাদের এই উচ্ছেদ অভিযানের কার্যক্রম চলমান থাকবে। সরকারি জায়গা বা খাল কেউ ভোগ দখল করে আধিপত্য বিস্তার করার কোন সুযোগ নেই এক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবেনা। |