হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর হিলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গরু ব্যবসায়ী জালাল উদ্দীন (৬০) নামের একজন বৃদ্ধ খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে পৌর শহরের জালালপুর গ্রামে। নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
স্থানীয়রা বলেন,বুধবার সকালে বাড়ি থেকে জালাল উদ্দীন গরু কিনার জন্য ৬০ হাজার টাকা নিয়ে পাশ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর গুচ্ছগ্রামের যায়। পরে সকাল ৮ টায় জালালপুর-গুচ্ছগ্রামের মাঠে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়।এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাকিমপুর হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টায় সে মারা যান।
হাকিমপুর থানার (তদন্ত ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,এ ঘটনায় জিজ্ঞাসাবাদের দুই জনকে আটক করা হয়েছে।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান,কে বা কাহারা কি জন্য এই ব্যক্তিকে মেরে ফেলেছেন,এখনও নিশ্চিত হতে পারিনি।তদন্ত চলছে,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি পঠিত : ১৩৭
১৬২