পুনাক বিএমপি’র উদ্যোগে বিএমপি’র ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
|
![]()
নিজস্ব প্রতিবেদকঃ বিএমপি অফিসার্স মেস বরিশালে ২৬ অক্টোবর ২ টায় পুনাক বিএমপি’র পক্ষ থেকে বিএমপি’র ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা বিনিময়ের মধ্যে দিয়ে বিএমপি পুনাক সভানেত্রী জনাব আফরোজা পারভীন ( সহধর্মিণী বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার) মহোদয় অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এ-সময় উপস্থিত ছিলেন,পুনাক বিএমপি দপ্তর সম্পাদিকা প্রকৌশলী নিশাত নাজ সিদ্দিক (সহধর্মিণী উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ), পুনাক বিএমপি সাধারণ সম্পাদিকা জনাব দিলরুবা আলম (সহধর্মিণী উপ পুলিশ কমিশনার বিএমপি উত্তর জনাব মোঃ খাইরুল আলম।)। বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ। |