প্রতিশ্রুতি বেশি ভাগ বাস্তবায়ন করেছে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত
|
![]() মোঃ লুৎফর রহমান হিলি(দিনাজপুর)প্রতিনিধি :- নির্বাচিত হওয়ার পর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু এই অল্প সময়েই তিনি নিজেকে আলাদা ভাবে তুলে ধরতে সমর্থ হয়েছেন পৌরবাসীর কাছে। দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা ও জনভোগান্তি থেকে পৌরবাসীকে মুক্তি দিতে দিন-রাত অকান্ত ছুটে চলেছেন তিনি। নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছেন উন্নয়ন কাজের।কাজের মানের প্রশ্নে আপোসহীন থেকে পৌরসভার সামগ্রিক উন্নয়নে নিবেদিতপ্রাণ এই মেয়রের জামিল হোসেন চলন্ত। পৌর শহরের এলাকার বাসিন্দা সুরুজ আলী জানান,মেয়রের কাজের মানের ক্ষেত্রে কোন আপোস করছেন না। ফলে যে উন্নয়ন কাজই হচ্ছে, সেটি ভালো হচ্ছে। এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকলে পৌরবাসী দীর্ঘমেয়াদে এর সুফল পাবে। মাসুম বলেন চুড়িপট্টি জামে মসজিদ পশ্চিম দিকে পানি নিষ্কাশনের ড্রেনের ও মহিলা কলেজ রাস্তাটি করে দেওয়া আমরা খুব খুশি, আমরা এলাকা বাসি পৌর সভার মেয়র জামিল হোসেন চলন্তকে উন্নয়ন স্বার্থে আবারো মেয়র হিসাবে চাই। জুয়েল আহম্মেদ বলেন মেয়রের এই কর্মস্পৃহা ও আন্তরিকতায় খুশি পৌর এলাকার সাধারণ মানুষও। তারা বলছেন, পৌরবাসী যে স্বপ্ন ও আকাঙক্ষা বেশি ভাগ পুরণ করেছে মেয়র জামিল হোসেন চলন্ত,ময়লা-আবর্জনার স্তুপ থেকে বেরিয়ে আসছে নতুন এক পরিচ্ছন্ন ও ঝকঝকে শহর। হিলি রেলস্টেশনের একতা কাবের সাবেক সভাপতি আমজাদ খান বলেন মেয়র হিসেবে তাঁর অগ্রাধিকার তালিকায় থাকা রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নয়ন, ময়লা-আবর্জনা অপসারণ এসব কাজে ইতোমধ্যে তিনি তার উন্নয়ন রেখেছেন। এসবের মাধ্যমে তিনি পৌরবাসীর প্রতি তার দায়িত্বশীলতার পরিচয়ই প্রকাশ করে চলেছেন। এছাড়া এলাকার সাধারণ মানুষের সাথে আলাপ কালে জানা যায় পৌরসভার উন্নয়ন কর্মকান্ড সহ বর্তমান পৌর পরিষদের সার্বিক কর্মকান্ডসহ সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসি। পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, পৌরসভার ময়লা-আবর্জনা ফেলার জন্য নতুন করে প্রতিটি মোড়ে মোড়ে ডাস্টবিন তৈরি হয়েছে। এতে করে ময়লা-আবর্জনা অপসারণে পৌরসভার সমতা বেড়েছে। এর ফলে ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্ন শহর নিশ্চিত করা সম্ভব হবে। পরিচ্ছন্নতার দিক দিয়ে পৌরসভার সার্বিক অবস্থা আগের তুলনায় অনেক উন্নতি করা হয়েছে পৌরসভার অন্যতম একটি সমস্যা জলাবদ্ধতা। এর জন্যে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন কাজ করা হচ্ছে। অনেক সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা থাকার পরও এক্ষেত্রে বর্তমান পৌর পরিষদ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
|