বাগেরহাট জেলা প্রশাসকের দূর্গামন্ডপ পরিদর্শন:
|
![]()
মোঃ সাগর মল্লিক বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজায় বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনময় ও সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। রবিবার (২৫ অক্টোবর) মহা নবমীর সন্ধ্যায় তিনি ফকিরহাট উপজেলার বিভিন্ন দূর্গা পূজা মন্ডব পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সার্বিক অবস্থার খোঁজ-খবর নেন এবং সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের জন্য আহব্বান জানান। এসময় তার সাথে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ, দর্শনার্থী ও ভক্তকূল উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি মানসা কালী মন্দিরের দূর্গা পূজা মন্দির, ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরের দূর্গা পূজা মন্দির ও আট্টাকী শ্রী শ্রী শীতলা মন্দিরের দূর্গা পূজা মন্দির সহ ফকিরহাট সদর ও বাহিরদিয়া-মানসা ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। বাগেরহাট জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অমিত রায়ের দেওয়া তথ্য মতে এবার বাগেরহাট জেলায় ৬২১টি পূজামণ্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবছর শুধুমাত্র পূজা হচ্ছে; করোনামহামারীর কারণে কোনো ধরণের উৎসব হচ্ছে না। দুর্গাপূজা উপলক্ষ্যে অসহায় দরিদ্র নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। বাগেরহাটের শালতলা কেন্দ্রীয় হরিসভা মন্দির, অযাধ্যেশ্যাম মন্দির, মানসা কালী মন্দিরের দূর্গা পূজা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডবে গিয়ে দেখা গেছে, ভক্তরা মা দুর্গাকে নানাভাবে আরাধনা করছেন। আগামীকাল সোমবার মহা দশমীতে দর্পণ বিজ্জনের মধ্যে দিয়ে পাঁচ দিনের দুর্গোৎসব শেষ হবে। বিশ্বাস অনুসারে এ বছর মা দুর্গা দোলায় চড়ে কৈলাস থেকে মর্তলোকে এসেছেন। পাঁচ দিনের পূজা-অর্চনা শেষে গজে চড়ে আবার কৈলাসে ফিরে যাবেন। |