সোনার বাংলা গড়ার লক্ষ্যে আত্মপ্রকাশ করলো অরাজনৈতিক সংগঠন ‘জনক’ |
|
![]()
মোহাম্মদ মাহমুদুল হাসান | বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আত্মপ্রকাশ করলো অরাজনৈতিক সংগঠন জনক। তিতুমীর কলেজের সাবেক সভাপতি, এজিএস মো: আমজাদ হোসেন কে সভাপতিত্ব করে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র সংসদ এর সাবেক জি এস, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটাল এর ডাক্তার সরোয়ার জাহান জুয়েলকে সাধারণ সম্পাদক করে,১৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়, বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন সবুজ কে যুগ্ন সম্পাদক মনোনীত করা হয়। ‘জনক’ এর মূল লক্ষ্য হচ্ছে সকল পেশার, শ্রেণীর মানুষকে এক প্লাটফর্মে এনে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করা। সংগঠনের দায়িত্বশীলরা বলেন বাংলাদেশের জনগণ যে যেই দল বা আদর্শে বিশ্বাস করে না কেন, দিন শেষে তারা বঙ্গবন্ধু কেই ভালোবাসে।বঙ্গবন্ধু কোন ব্যক্তি বা গোষ্ঠীর নয় বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের সকল মানুষের অমূল্য সম্পদ। বঙ্গবন্ধুর চিন্তা দূরদর্শিতা যা আজকের আধুনিক বিশ্বকেও তাক লাগিয়ে দেয়।তার সেই চিন্তাকে সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে অরাজনৈতিক সংগঠন জনক পৌঁছে যাবে আমজনতার দ্বারপ্রান্তে। যার মাধ্যমে বাংলার জনগণ জানতে পারবে কেমন বাংলাদেশ চেয়েছিলেন বঙ্গবন্ধু? আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে কি কি করা প্রয়োজন?এই সংগঠন পুরস্কৃত করবে সেই সমস্ত হিরোদের যারা প্রচার বিমুখ কিন্তু আজ পর্যন্ত তারা করেছেন সর্বোচ্চ ত্যাগ শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবেসে। যারা মেনে নিতে পারেননি বঙ্গবন্ধুর এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের প্রতিবাদে কেউ হয়তো কোনদিন আর গায়ে জামাটি পর্যন্ত তুলেন নি, কেউ হয়তো অবিবাহিত রয়ে গেছেন সারা জীবন, কেউ হেঁটেছেন খালি পায়ে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে । এ সংগঠন বিশ্বাস করে যদি বাংলাদেশের জনগণ প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানতে পারে তাহলে বাংলাদেশ উন্নত বিশ্বের প্রথম সারির রাষ্ট্রে পরিণত হতে খুব বেশি দিন সময় নেবে না। কারণ বঙ্গবন্ধুর দেশাত্মবোধ পৃথিবীর বুকে এক বিরল দৃষ্টান্ত। |